ফেসবুক বাংলা ফানি ক্যাপশন ও স্ট্যাটাস – নতুন ফানি পোস্ট

ফেসবুক বাংলা ফানি ক্যাপশন ও স্ট্যাটাস ২০২৬- নতুন ফানি পোস্ট: বন্ধু,বউ, আর্জেন্টিনা, ব্রাজিল,ইসলামিক. 

বাংলা ফেসবুক ক্যাপশন

ফেসবুক ক্যাপশন হচ্ছে ফেসবুক টাইমলাইনে লিখিত মনের কথা, ছবির টাইটেল অথবা কোন ভিডিওর টাইটেল যা ইউজার লিখে থাকেন মনোভাব প্রকাশ করার জন্য। ফেসবুক ক্যাপশন কে অনেকেই স্ট্যাটাস ও বলে থাকে তবে ক্যাপশন আসলে টাইটেল, বানী বা উক্তি। অনেকেই বাংলা ক্যাপশন কে বাংলা কেপশন ও বলে থাকেন।

আমরা বিভিন্ন জায়গা থেকে ভালো কিছু বাংলা ফেসবুক স্ট্যাটাস বা বাংলা ফেসবুক ক্যাপশন সংগ্রহ করে এখানে উপস্থাপন করছি। বাংলা ক্যাপশন ফেসবুকের ছবি এবং ভিডিওর জন্য যা আপনি চাইলে ক্যপশন দিতে পারেন। এখানে আপনারা পাবেন মোটিভেশনাল স্ট্যাটাস বা ক্যাপশন, রোমান্টিক স্ট্যাটাস, এটিটিউড ক্যাপশন, এবং কষ্টের ক্যাপশন। এছাড়া, আমরা  আরো নতুন নতুন কিছু বাংলা ক্যাপশন বা স্ট্যাটাস অ্যাড করার চেষ্টা করব। আপনাদের কাছে যদি Funny Bangla Text Comment  বাংলা ফানি কমেন্ট ও স্ট্যাটাস থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে দিন আমরা অ্যাড করে দিবো। Please Click the Below Link To Get 500+ Facebook and Instagram Captions in English.

Facebook Caption Bangla

Facebook Caption Bangla refers to the title of a Facebook status in Bengali. Bengali people use Bangla to write the Facebook status caption. Facebook Bangla Caption (ফেসবুক বাংলা ক্যাপশন) has become a popular topic among Bengali people in Bangladesh and India. Bengali people around the world use the Bangla language and feature on Facebook.

There are many types of captions people use in their Facebook statuses: Kobita lines, Motivational words, Funny words, Attitude captions, and so on. The most famous Facebook Bangla captions are funny Bangla captions, motivational Bangla captions, and Attitude Captions. The Bangla caption is also known as the Bengali caption

Bangla Funny Text Comment

নতুন ফানি পোস্ট ক্যাপশন ২০২৬

প্রেমে পরলে শরীরে আলাদা একটা এনার্জি কাজ করে, তখন কাটা চামচ দিয়ে পানি খেতেও ভাল্লাগে.

স্বামীর ভুলের জন্য রাগ করতে নেই। কারন তার একটা ভুলের জন্য আপনি তার স্ত্রী।

বেসিক ভদ্রতা প্র্যাক্টিস করতে-করতে এমন হইছে যে আজকে সিরি’রে “থ্যাঙ্কউ” বলে ফতাতু

ফ্রেন্ড সার্কেল আবার কি? চোখের নীচে ডার্ক সার্কেল ছাড়া আমার আর কোন সার্কেল নাই

সিগারেট আর স্ত্রী কখনো নিজে থেকে ক্ষতি করে না ! যতক্ষণ না আপনি তাদের মাথায় আ*গুন ধরিয়ে দিচ্ছেন।

মাঝে মাঝে মনে হয় গাছের সাথে ধাক্কা খেয়ে ভুলে যাই যে আমি বিবাহিত।

𝙸 𝚕𝚘𝚟𝚎 𝚢𝚘𝚞, যে মেয়ে পড়ছে সে আমার গার্লফ্রেন্ড, রিপ্লাই না দিলে সে আমার বউ।

আচ্ছা তোমার মা ও কি সকাল হলে! পাখা বন্ধ করে দেয়!

বাংলা মোটিভেশন ক্যাপশন সেরাটা
আজ তুমি যত বেশি পরিশ্রম করবে,  আগামীকাল ততবেশি সুখে শান্তিতে থাকবে। 
 
𝐒𝐢𝐥𝐞𝐧𝐜𝐞 𝐢𝐬 𝐦𝐲 𝐬𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡, 𝐧𝐨𝐭 𝐰𝐞𝐚𝐤𝐧𝐞𝐬𝐬. 𝐁𝐞𝐢𝐧𝐠 𝐚𝐥𝐨𝐧𝐞 𝐢𝐬 𝐦𝐲 𝐡𝐚𝐛𝐢𝐭, 𝐍𝐨𝐭 𝐚 𝐜𝐨𝐦𝐩𝐮𝐥𝐬𝐢𝐨𝐧.
চুপ থাকা আমার শক্তি, দুর্বলতা নয়, একা থাকা আমার অভ্যাস, বাধ্যতা নয়।
 
𝐏𝐞𝐨𝐩𝐥𝐞 𝐬𝐩𝐞𝐚𝐤 𝐨𝐧𝐥𝐲 𝐭𝐨 𝐦𝐚𝐤𝐞 𝐭𝐡𝐞 𝐩𝐫𝐞𝐬𝐞𝐧𝐭 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭 𝐛𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥! 
মানুষ কথা দেয় শুধু মাত্র উপস্থিত মুহূর্ত সুন্দর করার জন্য!
 
𝐁𝐞𝐚𝐮𝐭𝐞𝐲 𝐢𝐬 𝐧𝐨𝐭 𝐢𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭, 𝐁𝐮𝐭, 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐡𝐞𝐚𝐫𝐭 𝐢𝐬 𝐦𝐨𝐬𝐭 𝐢𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭
সৌন্দর্য্য জরুরী নয়, কিন্তু সুন্দর একটা মন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
বাংলা ধাধা ফেসবুক ক্যাপসন
কি এমন জিনিস যা নোংরা হলে সাদা, আর পরিষ্কার করলে কালো। 
ঊত্তরঃ ব্ল্যাক বোর্ড.
 

আর্জেন্টিনা- ব্রাজিল ফেসবুক ক্যাপশন

Argentina & Brazil Facebook funny caption for supporters are as follows:

যেই দেশের দেয়ালে দেয়ালে হারবালের পোষ্টার ভরা, সেই দেশের ক্রিকেটার মাঠে দূর্বল থাকবে সেটাই স্বাভাবিক|

1. খেইলা গেছে ম্যারাডোনা,রাইখা গেছে ফ্যান..
মায়া কইরা যদি একটা কাপ ভিক্ষা দেন.”-লাইনটা জোশ.

2. খেইলা গেছে পেলে আর রাইখা গেছে ছেলে, ৭ টা গোল খাওয়ার পরেও নাচে হেলেদুলে- লাইন টা জুশ.

3. হায়রে ব্রার্জেন্টিয়া বাংলাদেশ …এই দু দলের ফ্যান দের কথা কাটাকাটি শুনলে মনে হয় সরকারি আর বিরোধী দলের কোন্দল 0 কম লাগে.

4. আকাশ আর্জেন্টিনার,জমিন ব্রাজিলের,শহরটা কাপল দের- আর আপনি আমি পৈতৃক সূত্রে ভাড়াটিয়া.

5. ব্রাজিল জিতলে তুমি আমার,আর আর্জেন্টিনা জিতলে আমি তোমার!

5. আর্জেন্টাইন সমর্থকদের নোটারি পাবলিক করে একশত টাকার স্ট্যাম্পে আর কখনও বিশ্বকাপ প্রত্যাশা করবে না এই মর্মে অঙ্গীকার নামা প্রকাশ করেছেন এক ব্যক্তি। 

7. কেউবা আর্জেন্টিনা সমর্থকের জার্সি পরিহিত প্রোফাইল পিকচারে গিয়ে কমেন্ট লিখেছেন- ভাই, জার্সিটা বুয়াকে ঘর মুছতে কবে দেবেন?

র্জেন্টিনা নিয়ে ক্যাপশন

কেন আর্জেন্টিনা সাপোর্ট করি?

১. আর্জেন্টিনাকে বলা হয় ‘আর্ট অফ ফুটবল’।
২. আর্জেন্টিনাকে ফুটবলের পূর্ণদাতা বলা হয়। ইংল্যান্ড ফুটবলের জন্ম দিলে ও পূর্ণতা দিয়েছে আর্জেন্টিনা।
৩. বিশ্বের প্রথম সেরা দুইজন প্লেয়ারই আর্জেন্টিনার। মেসি এবং মেরাডোনা।
৪. মেরাডোনাকে প্রাচীন ফুটবলের জনক এবং মেসিকে আধুনিক ফুটবলের জনক বলা হয়।
৫. আর্জেন্টিনা প্রথম দল হিসেবে ৫০০, ১০০০, ১৫০০ এবং ২০০০ গোল করার গৌরব অর্জন করে।
৬. আর্জেন্টিনা একমাত্র দল, যারা ‘হ্যাড টু হ্যাড’ এ সব দলের বিপক্ষে এগিয়ে।
৭. আর্জেন্টিনা প্রথম দল হিসেবে ১৫+ ট্রফি জয়ের গৌরব অর্জন করে।
৮. আর্জেন্টিনা বিশ্বের সবচেয়ে বেশি ট্রফির মালিক।
৮. ম্যারাডোনা এবং মেসি যত মানুষকে ফুটবল ফ্যান বানিয়েছে, পৃথিবীর বাকি সব ফুটবলার মিলেও তার ১০ ভাগের ৩ ভাগ বানাতে পারেনি।
৯. মেসি ইউনিসেফকে যত টাকা দান করছে, বিশ্বের ৫০০ জন দানবীর ফুটবলার ও ততটাকা দান করেনি।
১০. সবচেয়ে বেশিবার (২০৮) ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রথম স্থানে ছিল আর্জেন্টিনা।

উপরের তথ্য গুলো হতে আমরা কী বুঝলাম?
আর্জেন্টিনার তুলনা আর্জেন্টিনা নিজেই। হয়তো তাদের একটু সময় খারাপ যাচ্ছে। কিন্তু তারা ঘুরে দাঁড়াবেই।

সবসময় শুভ কামনা প্রাণের দল আর্জেন্টিনা।

প্রজন্ম থেকে প্রজন্ম কেবল ট্রফিকে নয়, আর্জেন্টাইন ফুটবলকেই ভালোবেসেছিলো।আমরা আছি, থাকবো.

ট্রফি? ট্রফি তো এক টুকরো সোনার খন্ড!!
আর তুমি তো কোটি ভক্তের হ্রদপিন্ড-Love Lionel Messi.

7. কিউটের ডিব্বা গুলা আর্জেন্টিনার সাপোর্টার হয়.

8.  বাংলাদেশী কট্টরপন্থী হেটার্সদের মুখে চুন-কালি দিয়ে মেসিকে জয় করলো একজন ব্রাজিলিয়ান মেসি ভক্ত

তুমি ভিনদেশী ব্রাজিল ফ্যান হয়ে মেসি কে ঘৃণা করো?
আর ব্রাজিলে জন্ম নেওয়া এক ব্যক্তি নিজের শরীরে মেসির ছবি দিয়ে ট্যাটু একেঁ ভালোবাসার বহিঃপ্রকাশ করে.
বিষয়টি দেখতে স্বয়ং মেসি নিজেই ছুটে যায় তার কাছে এবং ওই ভক্ত কে অটোগ্রাফ ও দিয়ে আসে.
একটা চিরপ্রতিদ্বন্দ্বী রাইভাল দেশের মানুষের কাছেও মেসি কতটা জনপ্রিয় ভাষায় প্রকাশ করা যাবেনাহ। এর একটাই কারন তার খেলার প্রতিভা, শৈল্পিকতা আর ব্যাক্তিত্ব! কারন তারা ফুটবল টা উপভোগ করে।

আর বাংলাদেশের কিছু বেশি বুঝা পাবলিক সারাদিন ব্যাস্ত মেসিকে জঘন্য ট্রল করা আর বাজে বাজে ভাসায় পোস্ট লিখায়।

কিং অফ ফুটবল- লিওনেল মেসি (১০)

9.  কোপা আমেরিকার ইতিহাসে আর্জেন্টিনা ব্রাজিলের মুখোমুখি হয়েছে ১০ বার যেখানে আর্জেন্টিনার জয়  ০৮ বার…
10. এক গবেষণায় দেখা গেছে যারা ভদ্র, নম্র, মার্জিত, রুচিসম্মত, গুণী এবং বৃহৎ মনের অধিকারী; কেবল তারাই আর্জেন্টিনা ফুটবল টিমকে সমর্থন করে।

11. তাদের কি হবে যারা বলেছিল ” খেলা শেষে হিরো আলমের ভক্তগণ আর্জেন্টিনা
পতাকা নামানো নিয়ে তাড়াহুড়ো করবেন না, মনে রাখবেন একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না”

12.  আপনার ব্রাজিল সমর্থক বন্ধুটির পাশে থাকুন।
মধ্যরাতে ছাদে যেতে দেবেন না।
সিলিং ফ্যান খুলে রাখুন, ঘরের সব দড়ি জাতীয় জিনিস সরিয়ে রাখুন।
নিয়মিত স্যালাইন পানি খেতে দিন।
কোপা আমেরিকা ফুটবল খেলা দেখা থেকে বিরত রাখুন।
অবস্থা খারাপ হলে টেলিমেডিসিন সেবা নিন।
অবস্থা বেশি খারাপ হলে মেডিকেল এডমিট করুন।
সাথে আই,সি,ও সিটের ব্যবস্হা করে রাখুন।
বিকল্প পথে আত্মহত্যার করতে পারে বিদায় বাড়ির আসেপাশের সব কচুর গাছ কেটে ফেলুন.

ব্রাজিল নিয়ে ফেসবুক স্ট্যাটাস

Brazil Facebook Caption Bangla caption for supporters are as follows: 

1. ধরেন বিশ্বকাপ একটা ৫ তলা বিল্ডিং। যেখানে ৫ম তলায় বাস করে ব্রাজিল ৪র্থ তলায় জার্মানী ও ইতালী, ৩য় তলা খালি ২য় তলায় উরুগুয়ে, আর্জেন্টিনা, ফ্রান্স আর নিচ তলায় ইংল্যান্ড ও স্পেন। এখন নিচ তলা

থেকে যদি ২য় তলায় থুথু মারে তবে নিজেদেরই গায়ে পড়বে। ঠিক একি ভাবে ২য় তলায় যারা আছে তারা যদি ৪র্থ তলায় যারা থাকে তাদের গায়ে থুথু মারে তবে নিজেদের গায়ে এসে পড়বে। ৪র্থ তলায় যারা থাকে তারা যদি ৫ম তলার ব্রাজিলের গায়ে থুথু মারতে যায় তাও নিজেদের গায়ে পড়বে।

আর ৫ম তলার ব্রাজিল যদি থুথু মারে তবে নিচের সবার গায়ে পড়বে।
তাই ব্রাজিলের নিচে থেকে ব্রাজিলকে থুথু মারার চেষ্টা করবেন না কারন এতে নিজেদের থুথু নিজেদেরই গায়ে পড়বে। ব্রাজিলের গায়ে থুথু মারতে হলে আগে ব্রাজিলের সমান লেভেলে আসতে হবে।

বাংলা ফেসবুক ক্যাপশন (2026)

আমার আবেগ কাজ করছিল বিবেক নয়, বিবেক কাজ করলে কি আমি এই কাজ করতে পারতাম।

মানুষ নাড়ির টানে বাড়ি ফিরছে। পুরুষ নারীর টানে বাড়ি ফিরছে। দুইটিই তো ঠিক।এত হাসাহাসির কী আছে!

করোনা মহামারি থেকে একটা শিক্ষাই পাওয়া গেল যে, মানুষ থেকে যত দুরে থাকায় ভালো।

Ammu: পুরো এলাকায় তোর মতো অলস কেউ নেই- Me: আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটাই.

তুমি পাড়ার কাকিমা তুমি কাকার বুকে থাকবে, ঘর সামলাবে, বাচ্চা সামলাবে, তুমি পাড়ার CC Camera কেন হবে-আজব তো.

ইভ্যালী, সাজেক ভ্যালী সব বন্ধ!! মানে কেনাকাটা ঘুরাঘুরি সব বন্ধ

Someone :তোমার প্রতি আমি অনেক দুর্বল. Me: তাইলে ভিটামিন খা

মরতে চাইলে বিনা প্রয়োজনে বাহিরে আসুন- প্লিজ বাচতে চাইলে ঘরে থাকুন সচেতন হোন.

গরীবের পোলা গরুর খামার করলে গরু বেয়ারী, আর পয়সাওয়ালার ছেলে গরুর খামার করলে এগ্রো ফার্মার

অটোরিকশাতে মাইক লাগিয়ে মাইকিং করা হচ্ছে- কাল থেকে অটোরিকশা নিষিদ্ধ!

একটা শেষ হয়ে যাওয়া গল্পের নাম ‘ভালো থেকো’ !

খুঁজে খুঁজে তো Friend Request ঠিকই দিতে পারস কিন্তু React দেওয়ার সময় কই যাস?একদম Scroll করবি না তোকেই বলতেছি!

পাত্র/পাত্রী চাই একটা গ্রুপে পোষ্ট দেখলাম।
ছেলের বয়স:-২২
পেশা:- বড় ভাই আর মেঝো ভাইয়ের রেমিটেন্সের টাকা আমার নামে আসে।।।
 
সস্তা মানুষ আর ফালতু লাইট প্রথমে খুব উজ্জ্বল দেখায়
 

ফেসবুক পোস্ট ক্যাপশন

কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে! কারণ সেই পোস্টের সাথে, তাদের চরিত্র মিলে যায়!

যে দেশের ছাত্রছাত্রীরা পরীক্ষা বাতিলের খবরে মজা করে  আর Tik Tok পাবজি বন্ধ হলে কাঁদে, আপনি সেই দেশের উন্নতি কিভাবে আশা করেন।

রাত বাড়লেই সুখী মানুষগুলো অফলাইন হয়ে যায়।
কেবল দুঃখি মানুষগুলো অনলাইনে পড়ে থাকে অকারনে।

‘কাছে থাকা’ আর ‘সঙ্গে থাকা’ কিন্তু এক নয়
‘সঙ্গে থাকার’ অর্থ হচ্ছে ভালোবাসায় থাকা।

Bengali Caption For FB

বোকা মেয়ে স্বামীকে গোলাম বানিয়ে, নিজে হয় গোলামের স্ত্রী! আর বুদ্ধিমতি মেয়ে স্বামীকে রাজা বানিয়ে,নিজে হয় রাজরানী.

কাল সারাদিন ফেসবুকে দেখলাম (Happy Father’s Day)
সবার বাবা নাকি সেরা, তাহলে খাদ্যে ভেজাল, ঘুষ, দূর্নীতি,
টেন্ডারবাজি, চুরি, ডাকাতি এগুলো করে কার বাবারা?

টাকাই পুরুষের একমাত্র পারফিউম৷যে পুরুষের পকেটে যত বেশি টাকার ঘ্রাণ,তার সুভাস ততবেশি সমাজের মানুষের নাকে গিয়ে লাগে।

সারাদিন Flirt করবে? আর মাঝ রাতে এসে Status দিবে “Din Sheshe Sobai Eka”

যখন ছোট ছিলাম,,,,,,সব ভুলে যেতাম
সবাই বলতো,,,,,,, “মনে রাখতে শেখো “
বড় হলাম,,,,,,কিছু ভুলিনা এখন
কিন্তু দুনিয়া বলছে,,,,,”ভুলে যেতে শেখো ” ।

সব পাত্র আঘাত করলে বাজে না, কিছু পাত্র আঘাত করলে ভেঙে যায়….!!

এমন কাউকে বেছে নিন,
যে কিনা আপনাকে পেয়ে ‘গর্ববোধ’ করবে!

জীবনে অনেক পথ পাড়ি দিতে চাই, বলা মানুষগুলা আজ ঘুমিয়ে সপ্ন দেখতেছে

সিঙ্গেল থাকা একটা শিল্প আর আমি হলাম সেই শিল্পের সভাপতি.

ফেইসবুক স্ট্যাটাস ক্যাপশন- ফানি মজার ক্যাপশন

আমরা বলি,
তুমি হাতটা শূধু ধরো আমি হবো না আর কারো।
মেয়েরা বলে,
তুমি হাতটা শুধু ছাড়ো আমি ছেলে পটাবো আরো।

পাড়ার এক বৌদির করনা শনাক্ত হওয়ায়- ওই পাড়ার 13 জন যুবক স্বেচ্ছায় করেনটাইনে।

Ex er সাথে fake id chat করার পর আমি জানতে পারলাম…2 বছর আগে আমি নাকি মোরে গেছি?

টিপলেই যদি বড়ো হয়ে যেত তাহলে আজ আমার Mobile টা Laptop হয়ে যেত

তোমার কথা ভাবতে ভাবতে তোমার এস.এম.এস সিন করতেই ভুলে যাই!

ভাইয়া বলে আহত করার চেয়ে আঙ্কেল বলে একবারে নিহত করে দাও.

আম্মু স্বামী লাগবো, কি লাগবে? শাওমি – শাওমি ফোন

পুলিশ: বল তুই ট্রেনে উঠে এতগুলো মহিলাকে কামড়ালি কেন.?

আসামি : আমি কি করব.স্যার ? ট্রেনেই তো লিখা ছিল “মহিলাদের কামরা” !

পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ক্রেতা হচ্ছে মাতালরা। মদের দাম যতই বাড়ুক কোনো প্রতিবাদ না করে ,নিরবে কিনে নিয়ে বাড়ি চলে যায়।

আমার সাদা মনে একটাই প্রশ্ন জামাইদের জন্য জামাইষষ্ঠী হয় তাহলে বয়ফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ড ষষ্ঠী হয় না কেন.

বাঙ্গালি খুব পরিশ্রমী জাতি, একহাতে ভাত খায়, আরেক হাতে ফেসবুক চালায়।

এই দিকে শুনতেছি, নিজের স্ত্রী কে জড়িয়ে ধরলে ডিপ্রেশন কমে যায়…..! এখন বউ পামু কোথায়.

Bangla Funny Caption- বাংলা ফানি ক্যাপশন

১। বাসে এক মেয়েকে আমার পাশে বসতে দিলাম, ভাবলাম সিনেমার মতো আমার বুকে মাথা দিয়ে ঘুমাবে, হারামজাদী বমি করে দিলো।

৩। দেশে বসে দুবাইয়ের গরমের স্বাদ পাচ্ছি এটা কম কিসের.

৪। দেনমোহর হিসেবে কাকলী ফার্নিচার না দিলে তোমাকে বিয়ে করবো না।

৫। আতা গাছে তোতা পাখি নারিকেল গাছে ডাব, মাসে মাসে GF পাল্টানো ছেলেদের স্বভাব।

৬। যে দেশে লাল গোলাপ ফরমালিন দিয়ে রাখা হয়, সে দেশে ভালোবাসা পিউর হয় কিভাবে.

৭। বউ: চলেন আম্মা আজকে বাইরে খাইতে যাই। শাশুড়ি: ভাত তরকারি লইয়া উঠানে যা আমি আইতেছি।

৮। যারে ‘Mean” কইরা পোস্ট দেই, সেই আইসা বলে এক্কেরে ঠিক কইছো!

৯। প্রোফাইল করিয়া লক- দুয়ারে দিয়াছো নক!!-কিভাবে চিনিবো তুমি কাউয়া নাকি বক।।

10. Profile Lock করে আমায় Friend Request পাঠাবেন না , আগে সমাজে মুখ দেখাতে শিখুন- তারপর Friendship করবেন.

11. বাসর রাতে যদি বিনা রক্তপাতে যুদ্ধ হয় তাহলে বুঝে নিবেন দেশ আগেই স্বাধীন হয়ে গেছে.

12. সূর্য মামা রাত্রীবেলা মামীর সাথে ঝগড়া করে আর সকালবেলায় আমাদেরকে গরম দেয়।

13. এখানে খুব যত্ন সহকারে ভাঙ্গা কপাল, ফাটা কপাল, পোড়া কপাল, দূর্বল কপাল সার্ভিসিং করানো হয়৷ আগে আসলে আগে সার্ভিস সাথে আর ৫০% অফার ও পাবেন.

14. ক্লাস ফাইভের ছাত্র ফেসবুকে স্ট্যাটাস দেয় জীবনের সব অতীত ভুলতে চাই ওরে ফহিন্নির ঘরের ফহিন্নি কি ভুলতে চাস দুইয়ের নামতা।

15.  নিজের বউ আর টাকা একবার অন্যের হাতে গেলে আর ফেরত আসে না।

16.  চুপচাপ মেয়ে গুলো একটু বেশি ই শয়তানের ডিব্বা হয়.

Bangla Funny Short Story- ফেসবুক ক্যাপশন ও স্ট্যাটাস

হোটেলে মুরগির মাংস খেতে খেতে এক খদ্দের হোটেল মালিককে বললেন – “বাঃ! মুরগির মাংসটাতো বেশ নরম আর সুস্বাদু।”

হোটেল মালিক – “হবেনা কেন স্যার, পোষা মুরগি, আর যা খাওয়াই – কাজু, কিসমিস, প্রোটিনেক্স… “

“কি ? মুরগি কে কাজু কিসমিস? ব্ল্যাক মানি রাখার আর জায়গা পাচ্ছেননা বুঝি? দেখি আপনার সব হিসাবের খাতা পত্তর।”

খদ্দের মুরগির মাংসের দাম তো দিলেনইনা, উল্টে দু হাজার টাকা পকেটে পুরে চলে গেলেন। কারণ খদ্দের ছিলেন Income Tax Officer।

কদিন বাদে আরেকজন খদ্দের মুরগির মাংস খেয়ে খুব খুশি বললেন -“বা! পোষা মুরগি বুঝি? তা কি খাওয়ান এদেরকে?”

হোটেল মালিক এখন অতীত থেকে শিক্ষা নিয়ে সাবধান হয়ে গেছেন, বললেন “আজ্ঞে, ভালো কিছু তো আর খাওয়াতে পারিনা, ওই পোকামাকড়, আরশোলা এসবই খাওয়াই।”

“কি? মুরগিকে পোকামাকড় খাওয়ান? জানেন আমি Prevention of Cruelty to Edible Birds এর আধিকারিক!! একথা উর্দ্ধতন মহলকে জানালে আপনার ভিটেতে মুরগির বদলে ঘুঘু চড়বে।”

এবারও আরো দু হাজার টাকা গেল দোকানদারের।

কদিন বাদে আরেকজন খদ্দেরের একই প্রশ্নে হোটেল মালিকের সোজা সাপ্টা জবাব, “একদম বলতে পারবোনা স্যার। রোজ সকালে প্রত্যেক মুরগির হাতে পাঁচ টাকা করে দিয়ে দিই। কে কি কিনে খায় জানিনা।”

Bangla Islamic Caption-ফেসবুক ক্যাপশন ও স্ট্যাটাস

1. পর্দা’ত’ সেই মেয়েই করে, যে নিজেকে মুল্যবান মনে করে এবং নিজের মুল্য বুঝতে পারে.

2. এখন দাড়ি ওয়ালা বেড়েছে কিন্তু সুন্নাত ওয়ালা নয়। বোরকা ওয়ালী বেড়েছে কিন্তু পর্দাশীল নারী নয়।

3. যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করবেনা তখন মনে রাখবেন আল্লাহ আপনাকে অবশ্যই বোঝেন।
4. করনা ভাইরাস আমাদেরকে শিখিয়ে দিল অক্সিজেন অনেক মুল্যবান জিনিস যা আল্লাহ আমাদেরকে বিনামূল্যে দিচ্ছেন প্রতিনিয়ত।

 বাংলা ইসলামিক স্ট্যাটাস or ক্যাপশন

1. শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে। (সূরা আদ দুহা: আয়াতঃ৫).

প্রতি রাতে শেষ তৃতীয়াংশে ১ম আসমানে এসে
আল্লাহ বলেন,কে আমাকে ডাকবে?
আমি সাড়া দিবো,যা চাইবে তাই দিবো!
[সহীহ বুখারী – ১১৪৫]

যতই পড় আই বি এ…যতই পড় এম এ
নামাজ না পড়িলে যাবে জাহান্নামে.

অবশ্যই আমি তোমাদেরকে পরিক্ষা করবো কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল-ফসল বিনষ্টের মাধ্যমে! তবে সু-সংবাদ দাও ধৈর্য্য-ধারীদের!

দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো যেনো তুমি একজন গরীব কিংবা পথিক। (সহীহ বুখারী).

ইসলামিক ছোট গল্প
গল্প- ১ পর্দা

একজন বাবা তার মেয়েকে iPhone উপহার দেয়!
দ্বিতীয় দিন বাবা মেয়েকে জিজ্ঞাসা করলো,
আম্মু iPhone পেয়ে সর্বপ্রথম তুমি কি করেছো?
মেয়ে : স্কীনগার্ড আর কাভার অর্ডার করেছি ।
বাবা : এটা করার জন্য কেউ কি তোমাকে বাধা দিয়েছে?
মেয়ে : না…কেউ বাধা দেয়নি !
বাবা : তোমার কি মনে হয়না তুমি iPhone নির্মাতা’কে অপমান করছো ?
মেয়ে : না… iPhone নির্মাতা স্বয়ং স্কীনগার্ড ও কাভার লাগানোর উপদেশ দিয়েছে ।
বাবা : তাহলে তো iPhone অনেক খারাপ দেখাবে, তবুও তুমি এটার জন্য কাভার কিনছো?
মেয়ে : না বাবা! বরং খারাপ না হওয়ার জন্য কাভার অর্ডার দিয়েছি!
বাবা : কাভার লাগালে এর সৌন্দর্য্য কমে যাবে না?.
মেয়ে : না বাবা! কাভার লাগানোর পর আরো সুন্দর দেখাবে।
বাবা মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বলল.

মা iPhone এর থেকেও দামী তোমার শরীর।
এই ঘরের, আর আমাদের সম্মান তুমি।
তোমার শরীরকে কাপড়ে কাভার করলে তোমার সৌন্দর্য্যতা কমে যাবে কি??
বাবার এই প্রশ্নের কোনো উওর ছিল না মেয়ের কাছে,
শুধু চোখ থেকে নিঝরে অশ্রু বেরিয়ে যাওয়া ছাড়া!
আসলে পর্দায় নারীর সৌন্দর্য্য কমে না বরং বাড়ে!.

Bangla Motivational Caption and Status

৮৮ বছর বয়সে চার্লি চ্যপলিন আমাদের জন্য ৪টি গুরুত্বপূর্ণ কথা রেখে গেছেন-

১/জগতে কোনোকিছুই চিরস্থায়ী নয়। তেমনি আমাদের সমস্যাগুলোও না।

২/আমি বৃষ্টিতে হাটি যেন কেউ আমার অশ্রু দেখতে না পায়।

৩/যেদিন হাসলাম না। সেদিনটা নষ্ট করলাম। দেহের যন্ত্রনা থেকে তাই মুখের ঠোঠকে আলাদা রাখি।

৪/ জগতে সবচেয়ে ভাল ছয়জন ডাক্তার হলো; সূর্য, বিশ্রাম, শরীরচর্চা, পরিমিত খাবার, আত্ন-মর্যাদা,  বিশ্বস্ত বন্ধু-এই ছয় ডাক্তারের সাথে সুসম্পর্ক যার,সুন্দর শরীর আর দেহ মন তার।

তুমি যদি চাঁদের সৌন্দর্য্য দেখো,তবে স্রষ্টার সৌন্দর্য্য কিছুটা হলেও অনুভব করতে পারবে।

যদি তুমি সূর্য দেখো,তবে মহাপরাক্রমশালী বিধাতার ক্ষমতার নিদর্শন একটু হলেও বুঝতে পারবে।

আর যদি তুমি আয়নায় নিজের চেহারার প্রতিফলন দেখো,তবে রবের সবচেয়ে সুন্দর সৃষ্টি তুমি দেখতে পাবে।

আমরা সবাই যার যার গন্তব্যের পথে অভিযাত্রী। স্রষ্টা এই যাত্রাপথের মহাপরিকল্পনাকারী। কারো যাত্রা শুরু হচ্ছে, কারো যাত্রা শেষ হয়ে যাচ্ছে।মহাকালের এই যাত্রা খুবই ক্ষণস্থায়ী।আজ আছি তো কাল নাই।তাই ঘৃনায় সময় নষ্ট না করে তাই।

আসুন স্বল্পস্থায়ী যাত্রাপথটুকু ভালবাসা দিয়েই উপভোগ করে যাই।

ফেসবুক ক্যাপশন ও স্ট্যাটাস- Bangla Kobita Caption

“প্রহর শেষের আলোয় রাঙা
সেদিন চৈত্র মাস-
তোমার চোখে দেখেছিলাম
আমার সর্বনাশ”__ রবীন্দ্রনাথ ঠাকুর

“ সমুখে রয়েছে সুধা পারাবার
নাগাল না পায় তবু আঁখি তার
কেমনে সরাব কুহেলিকার এই বাধা রে ” -সৈয়দ মুজতবা আলী.

নিজে হাসো অন্যকে হাসাও…
হাসিতেই বাঁচুক প্রাণ
হাসির মাঝেই খুঁজে পেতো পারো
শিহরিত গোলাপের ঘ্রান।

যেখানেই আনন্দ সেখানেই হাসি
নেই ভাষা হাসির জানা
তাইতো পৃথিবীর সকল প্রান্তে
হাসতে নেই কোনো মানা।

ঋতু পরিবর্তনে হাসে প্রকৃতি
হাসে নানান রঙে
সেই আবেশে হাসে প্রাণীকুল
হাসে নানান ঢঙে।

অভিমানী দূরে সরে যেতে চাইতেই কেউ বলুক, ‘খানিক ভুল করেছি বলেই দূরে সরে যেতে হবে? তবে এই যে এতো ভালোবাসি, তাতে আরও কাছে আসা যায় না? আরও আরও কাছে? অনেক অনেক কাছে?   মানুষ বড় অভিমানী প্রাণী——সাদাত হোসাইন

 ঈদ মোবারক ফেসবুক ক্যাপশন ও স্ট্যাটাস

সকালে আমার ঘুম ভাঙ্গছে পাশের বাসার হাম্বার ডাক শুনে – ইদ মোবারক

Eid Funny Bangla Status & Story

কেউ সালামি দিতে চাইলে ইনবক্সে পায়ের ছবি দেন, বিনিময়ে আমি হাতের ছবি পাঠাই দিবো -সালামি দিতে পারেন বিকাশে/ নগদে/ রকেটে/ ব্যাংক একাউন্টে.

ইদের চাঁদ উঠেছে আকাশে- সালামি পাঠান বিকাশে. বিকাশ নাম্বার ইনবক্সে।

ম্যাচুরিটি আসবে কিভাবে এত বড় মেয়ে ঈদের জামা লুকিয়ে রাখে আর বলে কেউ দেখলে পুরাতন হয়ে যাবে

আমার দুই বোন সালামি দিছে। সাথে সাথে আমার চার ভাগ্নি এসে হাজির হইছে। আমি সেই টাকা ওদের সালামি দিছি। আমার দুইবোন, ভাগ্নিদেরকে বুঝাইছে যে, ‘টাকা তোমাদের কাছে রাখলে হারায় যাবে। আমার কাছে রাখো।’ ভাগ্নিরা টাকা দিয়ে দিছে।

ইদের দিন সালামি বাবদ আমার বোনদের কোন খরচ হইলো না। কিন্তু মাঝখান থেকে দুই স্তরের মানুষ সালামি পাওয়ার খুশিতে নাচতেছে।

বাহ বোন বাহ। এ কোন অর্থনীতি!

ঈদ মুবারক- تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ (তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)অর্থঃ আল্লাহ আমাদের এবং আপনাদের সৎকর্মগুলো কবুল করুন।”

আসসালামু আলাইকুম
ঈদুল ফিতরের শুভেচ্ছা
আসুন সবাই স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করি
ঈদ সবার জীবনে বয়ে আনুক
সুখ, শান্তি ও সমৃদ্ধি ঈদ মোবারক.
বাংলা ফেসবুক ক্যাপশন

1. সোনার বাক্সে পিতলের আংটির চেয়ে কাঠের বাক্সে হীরার আংটির কদর বেশি.

2. মেয়েদের শরীরে তিন ভাগের একভাগ আছে মাংস আর  ~বাকী ২ ভাগ ডং আর ডং.

3. ডিজাইন করা মাস্ক পরা মেয়েদের কে বলছি -করোনাকে হারাতে হবে পটাতে না!

4. আমাকে সহ্য করতে পারলে না, সেই তুমি এত্ত গরম কিভাবে সহ্য করতাছো?

5. ভেঁটকি মাইরা ৩২টা দাঁত বাহির কইরা পিক আপলোড দেয়! আর ক্যাপশন দেয়, মিথ্যা হাঁসি!

6. বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা বলে মনে হয়- উপকার মানুষ মনে রাখে না।

7. আলফ্রেড নােবেল আবিস্কার করেছিলেন ডিনামাইট,চায়না আবিস্কার করেছে নােবেল করােনা ভাইরাস, জি বাংলা আবিষ্কার করেছে মানুষরূপী ছাগল নােবেল ম্যান, এই তিনটি ই দেশ এবং জাতির জন্য ক্ষতিকর

8. মেয়ের বাবা : ছেলে কেমন..?
ঘটক : ছেলে অত্যন্ত ভাল আর এতই র্ধামিক যে সিগারেট খাওয়ার আগে ও বিসমিল্লাহ বলে.

9. যারা ফেসবুকে পোস্ট কম করে তারা মনে করে তারা মাস্টার্স ইন ম্যাচিউরিটি.

10. তুমি বিশ্বাস এর কথা বলো!! আমি ‘তালা’ মেরেও আবার টেনে টেনে দেখি।

11. মানুষের চাইতে ‘রং চা’ হাজার গুনে ভালো! অন্তত শেষ হওয়া পর্যন্ত একই রঙে থাকে বদলায় না!

12. ছোট বেলায় গরুর রচনা প‌ড়ে‌ছিলাম ব‌লে গরু চিন‌তে ভুল হয় না আমা‌দের…
‌কিন্তুু মানুষের রচনা পড়া হয়‌নি ব‌লেই আমরা মানুষ চিন‌তে ভুল ক‌রি!

13. পৃথিবীতে সবচেয়ে নিম্নমানের অহংকার হলো- শারীরিক সৌন্দর্যের অহংকার। যেখানে মানুষের নিজের কোন কৃতিত্ব নেই অথচ দাম্ভিকতার জন্ম হয়।

১৪. সবার ফোনে ম্যাসেজ আসে i love u.. Babu ummmmmah আর আমার ফোনে আসে 1Gb 72 ঘন্টা 29 টাকা .

১৫. যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রী হয় ফুটপাতে সেই দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচ তলায় আর আদর্শবান ব্যক্তি থাকবে গাছ তলায় এটাই স্বাভাবিক।

ফেসবুকে বিয়ে নিয়ে ফানি স্ট্যাটাস

পার্থক্যটা বুঝুন…ছেলেরা বলে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। আর মেয়েরা বলে তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে।

আমার শুশুব়েব় মেয়েকে অনেক দিন ধরে খোঁজতেছি, কেউ কি জানেন কয় সে.

ভেবেছিলাম দুটো বিয়ে করবো- একজন রেগে গেলে আরেকজন আদর করবে
কিন্তু রাত্রে সপ্নে দেখলাম,  একজন বেঁধে রেখেছে আরেকজন পিটাচ্ছে।

আমি রান্না করতে পারি না এটা আমার দোষ না! যে বিয়ে করেছে তার কপালের দোষ!

বিয়ে হয়নি নয়, বিয়ে করিনি বলতে শিখুন। বিয়েটা সবার কাছে জীবনের বড় অর্জন মনে নাও হতে পারে।

বিয়ের পর বউয়ের অনুমতি ছাড়া নিশ্বাস ও নিবোনা – এই পোস্টের পর ও যদি কোন মেয়ে বিয়ের প্রস্তাব না দেয় তাহলে আগামীকাল আবার চেষ্টা করব।

অনেক টেনশনে আছি ছোট বেলায় যাদের সাথে বিয়ে -বিয়ে খেলেছিলাম তাদের সাথে ডিভোর্স করা হয়নি

স্ত্রী : কি আছে সিগারেটে? আমার মুখে কখনো সিগারেট দেখেছো?
স্বামী: সিগারেট খেতে গেলে মুখটা কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। বিয়ের পর থেকে তো কখনো মুখ বন্ধ দেখলাম না।

বিয়ের জন্য বাঙালি ছেলেরা চায় ১৯ বছর বয়সী অনার্স পাস করা সুন্দর ফিগারের ধার্মিক মাইন্ডের ম্যাচিউরড বোকা বউ .

মেয়েরা বিয়ের কথা শুনলে লজ্জা পায়..পরেনাকি দরজা বন্ধ করে নাচে… কথাটা কি সত্যি??

বিয়ের আগে মিথ্যা বলা মজার গল্প
  • স্ত্রীঃ বিয়ের আগে কইছিলা তোমাদের সোনার দোকান আছে। এখনতো দেখি এইড্যা পানের দোকান
  • স্বামীঃ আমি তোমারে মিছা কইনাই, দোকানড্যা আমার বাপের ছিল, আমার বাপের নাম ছিল সোনা মিয়া।
  • স্ত্রীঃ হাইরে কপাল, তুমি কইছিলা বিয়ের পর আমারে রানীর মত রাখবা। কিন্তু তুমি আমারে এইড্যা কি হালে রাখছো।
  • স্বামীঃ ক্যান আমিতো তোমারে রানীর মতই রাখছি। আমার প্রথম বউ মইরা গেছে। তার নাম রানী ছিল।
বাসর রাতে বর – বউ ফানি স্ট্যাটাস

বাসর রাতে বর নতুন বউকে জিঙ্গেস করলো” বিয়ের আগে কি কেও তোমার জীবনে ছিলো? আমাকে বলতে পারো এটা আজকালকার সাধারণ বিষয় থাকতেই পারে…বলো…
বউ ভাবলো জামাই তার সহজ সরল তাই বলেই দেই…বউ বিছানা থেকে নেমে আলমারি থেকে একটা বাক্স বের করে জামাইকে দিলো… বাক্সের ভিতরে একটা ৫০ টাকার নোট আর ৭ টা চাল…জামাই বললো এগুলা কি…?
বউঃ আমার যখনি কোন ছেলেকে পছন্দ হইতো বা প্রেমে পড়তাম আমি একটা করে চাল এই বাক্সে রাখতাম…
জামাইঃ ওহ তারমানে তুমি ৭ জনের প্রেমে পড়ছিলা…???আর এই ৫০ টাকা কিসের..

বউঃ ১ সপ্তাহ আগে ১ কেজি চাল বিক্রি করে এই ৫০ টাকা পাইছি আর বাকি আছে এই ৭ টা চাল এগুলা বিক্রি করতে পারি নি…

জামাই হাসপাতালের বেডে শুয়ে শুয়ে নার্স কে বলতাছে নার্স ১ কেজি চাউলে কয়টা চাল থাকে.

কমার্স ছাত্রছাত্রীদের জন্য বিয়ে নিয়ে মজার স্ট্যাটাস

কমার্স ডিপার্টমেন্টের কয়েকজন ছাত্র ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিল এবং মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের আলোচনা মন দিয়ে শুনছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন।

হঠাৎ ভদ্রলোকটি ছাত্রদেরকে বললেন, আমি কি মার্কেটিং বিষয়টি সহজ দুএকটি কথায় ব্যাখ্যা করতে পারি?

ছাত্ররা কৌতূহলী হয়ে তার দিকে তাকাল।

ভদ্রলোক বলতে শুরু করলেন, মনে করো তুমি কোনো বিয়ে বাড়ীতে দাওয়াত খেতে গিয়েছ। তো সেখানে গিয়ে এক অসামান্য সুন্দরী মেয়ের দেখা পেলে।

তুমি তার কাছে গিয়ে বললে, “আমি উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি আমায় বিয়ে করবে?” এটাকে বলে সরাসরি বিপণন (ডাইরেক্ট মার্কেটিং)।

তোমার বন্ধু তার কাছে গিয়ে তোমাকে দেখিয়ে বলল, “ও উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি ওকে বিয়ে করবে?” এটাকে বলে বিজ্ঞাপন।

মেয়েটি নিজেই তোমার কাছে এগিয়ে এসে বলল, ‘আপনি উচ্চশিক্ষিত এবং ধনী। আপনি কি আমায় বিয়ে করবেন?’ এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু।

তুমি বিয়ের প্রস্তাব দেবার পর মেয়েটি জানাল যে, সে বিবাহিতা। এটাকে বলে চাহিদা ও জোগানের ফারাক (ডিম্যান্ড সাপ্লাই গ্যাপ)।

তুমি মেয়েটির কাছে গিয়ে কিছু বলার আগেই আরেকজন তাকে বিয়ের প্রস্তাব দিল এবং মেয়েটি সম্মত হয়ে তার সাথে চলে গেল। এটাকে বলে প্রতিযোগিতা (কম্পিটিশন)।

মেয়েটি তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করল এবং বছর ঘুরতেই তোমাদের একটি সন্তান হলো। একে বলে প্রোডাকশন (উৎপাদন)।

তুমি মেয়েটিকে বিয়ের অফার দেবার সাথে সাথে সে তোমার গালে ঠাস করে একটা চড় মারল। এটাকে বলে উপভোক্তার প্রতিক্রিয়া (কাস্টমার্স ফিডব্যাক)।

তুমি যখন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে সেই সময় তোমার স্ত্রী এসে উপস্থিত হল। এটাকে বলে নতুন ব্যবসাক্ষেত্রে প্রবেশ করার ঝুঁকি (রিস্ক অফ এন্টারিং নিউ মার্কেট)।”

মেয়ের যখন বিয়ের বয়স হয়, তখন বাবার চেয়েও BF- এর চিন্তা বেশি হয়।

ফেসবুক ক্যাপশন ও স্ট্যাটাস- Happy Birthday

শুভ জন্মদিন বাবা

সততা-পরিশ্রম-মেধা-মননে
আলোকিত মানুষ হয়ে বেড়ে ওঠো

মানুষের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে
সর্বদা নিজেকে নিয়োজিত রাখবে

তোমার দ্বিতীয় জন্মবার্ষিকীতে
প্রার্থনা….
সুস্থ-সুন্দর স্বাভাবিক হোক তোমার
আগামীর পথ চলা…

মহান আল্লাহ তোমার সহায় হোক- আমিন.

Bangla Caption/ক্যাপশন (Money)

কিছু সত্য কথা

১) টাকা থাকলে তুমি-বউয়ের কাছে সেরা জামাই।
২) টাকা থাকলে তুমি মা-বাবা কাছে দায়িত্ববান ছেলে।
৩) টাকা থাকলে তুমি শ্বশুর-শাশুড়ির আদরের জামাই।
৪) টাকা থাকলে তুমি শালা-শালী প্রিয় দুলাভাই।
৫) টাকা থাকলে তুমি আত্মীয়-স্বজনের কাছে সবচাইতে নামি দামি মানুষ।
৬) টাকা থাকলে বন্ধু খুব ঘনিষ্ঠ মানুষ।
৭) টাকা থাকলে তুমি- সন্তানের কাছে শ্রেষ্ঠ বাবা।
৮) টাকা থাকলেই তুমি- হাইব্রিড নেতা হলে তবুও তুমি ত্যাগী নেতা।
৯) টাকা থাকলে তুমি-গ্রামের জনদরদি।
১০) টাকা থাকলে তুমি-বিশিষ্ট সমাজ সেবক।
১১) টাকা থাকলে তুমি-গণমানুষের নেতা।
১২) টাকা থাকলে তুমি-অনুষ্ঠানের প্রধান অতিথি।
১৩) টাকা থাকলে তুমি-গরিবের বন্ধু।

টাকা তুমি-নাই-কিছুই-নাই। টাকা ছাড়া পুরুষ হয় বিধবা।
সংগৃহীত।

Bangla Caption About Life- Best Bangla Quotes about Life

1. এক বুজুর্গ বলেছিলেন, যদি এমন কাউকে খুঁজে পাও যে তোমাকে বোঝে, তাহলে তাকে আঁকড়ে ধরো। যদিও সেটা গাধা হয়.

2. ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছ” – সংগৃহীত.

3. মরে যাওয়ার জন্য একটু বিষ খেলেই হয় কিন্তু বেচে থাকার জন্যে অনেক কিছু হজম করতে হয়.

4. এই পৃথিবীতে সুখী মানুষ গুলো কখনো রাত জাগে না, রাতে তারাই জেগে থাকে যারা সুখে থাকার মুখোশ পরে নিরবে কাঁদে।

বাচ্চাটি মোবাইল গেমে অনেক বেশিই আসক্ত হয়ে গিয়েছিলো। তার মা কোনভাবেই তাকে মোবাইলের আসক্তি থেকে বের করতে পারছিলো না। তারপর একদিন ঘুমন্ত অবস্থায় তার মা তার চোখে কালো কালি দিয়ে রঙ করে দেয়, ঘুম ভাঙার পর সে আয়নায়, চোখে কালো কালি দেখে ভয়ে চিৎকার শুরু করে দেয়।
তার মা তাকে বলে, ফোনে অতিরিক্ত গেম খেলার জন্য তোমার চোখে এমন কালি পড়েছে।
ছেলেটা তখন থেকে মোবাইল ধরা বন্ধ করে দেয়।

অনেক সময় যেটা শক্তি খাটিয়ে হয় না সেটা বুদ্ধি খাটিয়ে অনায়াসে হয়ে যায়।

ফেসবুক ক্যাপশন ও স্ট্যাটাস- বাবা ও মা

১। বাবাকে কখনো অবজ্ঞা করোনা, বাবা যতই গরীব হউক, বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারো নেই.

২। ভবিষ্যতে বাবা-মা তাদের সন্তানকে যেভাবে শাসন করবে- চুপ চাপ খেয়ে নাও না হলে মোবাইলে্র পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবো।

Bangla Caption-ফেসবুক ক্যাপশন ও স্ট্যাটাস (বন্ধু)

১। বন্ধুদের কথা মন দিয়ে শুনতে হয়- কারন তাদের কথা বাড়ীতে কেউ শুনে না।

Bangla Romantic Caption- বাংলা রোমান্টিক ক্যাপশন

1. নারী ঠোঁট থেকে বেশি গুরুত্ব দিয়েছে তার কপালকে। তার কাছে কপালে চুমু যেন হাজার অভিমানের এক সুরে বিলুপ্তি!

2. দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।

3. প্রতিটি মেয়েই চাই সিঙ্গেল থাকতে কিন্তু কিছু দুষ্টু ছেলে তাদের পটিয়ে ফেলে।

4. নারীর ভালোবাসা বৃক্ষের মতো, যতো যত্ন নিবে ততোই বাড়বে। বুঝলে

5. কাউকে ভালোবাসার জন্য কখনো ক্যালেন্ডারে আলাদা করে কোন দিন দেখতে হয় না। ভালোবাসার মানুষটির সাথে কাটানো প্রতিটি দিনই স্পেশাল। প্রতিটি মুহুর্তই জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। যারা সত্যিই ভালোবাসে তারা প্রতিটি দিনই কোন না কোন ভাবে সেলিব্রেট করে। তাদের কাছে ভালোবাসার জন্য কোন স্পেশাল ডে’র প্রয়োজন হয় না।

১৪ই ফেব্রুয়ারিতে সারা পৃথিবীতে ভালোবাসা নিয়ে এত অাদিখ্যাতা হয়। অথচ তার পরের দিনই খবরের কাগজে আসে স্বামী- স্ত্রী’র বিচ্ছেদের গল্প। তাহলে আসলে ভালোবাসাটা কোথায়?? আসলে যারা ভালোবাসে তারা প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তই ভালোবাসে। তাদের ভালোবাসার জন্য এসব রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে এসব কিচ্ছু লাগে না। এগুলো ভালোবাসা না এগুলো শুধুমাএ বিলাসিতা। আর জীবনে সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য বিলাসিতার চেয়ে ভালোবাসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।। সংগ্রিত.
ফেসবুক ক্যাপশন ও স্ট্যাটাস- নারী ও পুরুষ

1. বিবাহিত পুরুষদের স্মৃতিশক্তি খুবই দুর্বল। সুন্দরী মেয়ে দেখলেই ভুলে যায় যে তারা বিবাহিত।

2. শপিংমলে অপরিচিত কোন মেয়ে  যাবেন না বয়ফ্রেন্ডের জন্য মাপ নিয়ে ছেলে দিবে।

3. নারীদের প্ররোচনায় পৃথিবীর অনেক সাম্রাজ্য ধ্বংস হয়েছে তবে নারীর প্ররোচনায় কোন পুরুষ রাজা হয়েছে এমন ইতিহাস কোথাও আছে বলে আমি জানিনা! তারপরেও নারীরা মায়ের জাত তাই “সালাম আপনাদের!.

ফেসবুক ক্যাপশন ও স্ট্যাটাস- Husband & Wife (স্বামী ও বউ)

1. দুনিয়ায় বাকি সব কিছু সম্ভব হলেও “বস আর বৌ” এর মন পাওয়া সম্ভব নয় ।.

2.  স্বামীঃ তোমার নাম কোথায় লিখব, হাতে নাকি হ্রদয়ে নাকি?

বউঃ আজেবাজে জায়গায় না লিখে জমির দলিলে লিখে দাও।

3. Dear গরম একটু কম কইরা পড়- কারণ সবার তো আর বাতাস করার মানুষ নাই.

4. সংসার সুখের হয় পুরুষের গুনে; যদি সে চুপচাপ বউয়ের কথা শুনে!

5. বোকা মেয়ে স্বামীকে গোলাম বানিয়ে, নিজে হয় গোলামের স্ত্রী! আর বুদ্ধিমতি মেয়ে স্বামীকে রাজা বানিয়ে,নিজে হয় রাজরানী.

৬। বউ যাদের আছে তারা আফসোস করছে আবার যাদের নাই তারাও করছে। কি আজব জিনিস।

Bangla Attitude Caption- বাংলা এটিটিউড ক্যাপশন

1. পয়েন্টে পয়েন্টে কথা বললে কিছু মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যাথা লাগে!

2. যদি তোর ডাক শুনে কেউ না আসে ..তাহলে সোজা হিসাব তোরে ডাকলে তুইও যাবি না

3. খালি পকেট তোমাকে জীবনের হাজার শিক্ষা দেবে , আর ভরা পকেট তোমার জীবন নষ্ট করার হাজার পথ দেখাবে।

4. মাংস খেয়ে হাড্ডি ছাড়ি না আর কিভাবে ভাবলা তোমাকে এতো সহজে ছেড়ে দিবো!

6. আরেহ আমি আছি তো!!!কথাটা কতটা স্বস্তির অথচ কতখানি মিথ্যা!!!!

7.  বালিকা গার্ল ফেন্ড হতে শিখো- sister তোহ্ হাসপাতালের নার্স ও হয়.

8. পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হল নিশ্চুপ থাকা।

9. ভিক্ষা দে কথাটার আধুনিক ভার্সন হইলো – ট্রিট দে.

Facebook Bio Bangla- ফেসবুক Bio বাংলা

বাবার হোটেলে খাই আর মায়ের হোটেলে ঘুমায়।

Bangla Caption Sad – বাংলা কষ্টের স্ট্যাটাস অথবা ক্যাপশন
 1. নতুন করে প্রেমে পড়ার আগে হৃদয়কে একবার জিজ্ঞাসা করে নাও, হৃদয় তুমি আরেক বার ক্ষত-বিক্ষত হতে রাজি আছো তো?

2. কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে। তবেই তুমি ভালোবাসতে পারবে।”—হুমায়ূন ফরিদী.

সম্পর্ক চলাকালীন সময় নয় সম্পর্ক ভাঙার পর বুঝবেন কে কার কতটা প্রয়োজন ছিল.

চোখের জল কে, পেঁয়াজের জল বলে চালিয়ে দেওয়ার নামেই নীরবতার কষ্ট!

Short Bangla Funny Story

2. রাখালের গরু হারিয়েছে

রাখালঃ গরু খুঁজতে খুঁজতে এক পার্কে গেছে। গিয়ে দেখে বেঞ্চে বসে প্রেম করছে এক জুটি।

প্রেমিক জুটিঃ তখন প্রেমিক তার সর্বোচ্চ আবেগ দিয়ে প্রেমিকাকে বলছে, তোমার ওই দুই চোঁখে আমি আমার সারা দুনিয়া দেখতে পাই!!!

রাখালঃ ঠিক ওই সময় প্রেমিকের পাশ দিয়ে যাচ্ছিলো প্রেমিকের এ কথা শুনে রাখাল থেমে গিয়ে বললো- ভাই দেখেন তো ওই দু’চোখে আমার গরুকে খুঁজে পাওয়া যায় কিনা?
প্রেমিক জুটিঃ Fainted

3. ম্যাডাম-ছাত্র
  1. ম্যাডাম: তিতুমীর র কে চিনিস? ছাত্র: না ম্যাডাম, চিনিনা।
  2. ম্যাডাম: পড়াশুনায় ভালো করে নজরদে। তাহলেই চিনতে পারবি
  3. ছাত্র: আপনি কি সুমি আন্টিকে চিনেন? ম্যাডাম: না, চিনিনা।
  4. ছাত্র: আপনার জামাইয়ের উপর নজর রাখেন । তাহলেই চিনতে পারবেন।

 

Short Bangla Inspirational Story

1. উদ্যোক্তা হওয়ার চেস্টা করুন

Sir, আমার বেতন বাড়ান।
Boss : সম্ভব না।

তাহলে আগামীকাল থেকে আমাকে বিকাল ৫ টার পর ছুটি দিতে হবে!

Boss: কেন?

আমি সন্ধ্যার পর থেকে মধ্যরাতে, অটো রিকশা চালাবো।
কারণ, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই বেতন দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর।

Boss : Okey, তবে অটো চালাতে চালাতে মধ্যরাতে যদি তুমি ক্ষুধার্ত হয়ে যাও,
কমলাপুর রেলস্টেশনের
দক্ষিন পাশে আইসো!

কেন?

Boss : মধ্যরাতে আমি ঐখানে পরটা-ভাজি বিক্রি করি!

শিক্ষনীয় বিষয়ঃ
মনে রাখবেন শুধু জব দিয়ে ভালো কিছু হয় না, তাই নিজেকে একধাপ এগিয়ে রাখতে জবের পাশাপাশি অন্য কিছু একটা কাজ করুন। উদ্যোক্তা হওয়ার চেস্টা করুন। চাকরি না খুজে, চাকরি দেবার মানষিকতা অর্জন করুন।

2. পুঁজি আর জনবল থাকলেই সবাই সফল হয় না

৪ বন্ধু মিলে ১টা পেট্রোল পাম্প দিল। কিন্তু তারা একটা কাস্টমারও পেল না!
কারন, পেট্রোল পাম্পটা ছিল এক তলার
উপরে!

এবার তারা ঐ জায়গায় একটা রেস্টুরেন্ট খুলল।
কিন্তু এবারও তারা কোন কাস্টমার পেল না!
কারন, তারা পেট্রোল পাম্প এর সাইনবোর্ডটা খুলে নাই!

এবার তারা ৪ জন মিলে একটা ট্যাক্সি কিনলো। কিন্তু, এবারও তারা কোন যাত্রী পেলোনা!
কারন, ২ বন্ধু সামনে আর ২ বন্ধু পিছনে বসে যাত্রী খুজতে ছিল! যাত্রী বসবে কই?

কিছুদিন পর তাদের ট্যাক্সি নষ্ট হয়ে গেল! তারা ৪ জন ট্যাক্সি ধাক্কা দিতে লাগল। কিন্তু, ট্যাক্সি তার জায়গা থেকে একটুও নড়ল না!
কারন, ২ জন পিছন দিয়ে ঠেলতে ছিল আর
২ জন সামনে দিয়ে!

মোরাল অফ দ্যা ষ্টোরি: পুঁজি আর জনবল থাকলেই সবাই সফল হয় না রে পাগলা। সফল হতে হলে “সঠিক সময়ে সঠিক পদক্ষেপ” নিতে হয়।

বাংলা ক্যাপশন-Bangla Caption(গ্রাম্য কথন)
  • নদীতে আসা বাণ” আর পুরুষের মেয়েদের প্রতি টান কখনো কন্ট্রোল করা যায়না,
  • কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস.
  • যে দেশের জাতীয় ফল খেতে হলে হাতে তেল মাখতে হয়, সেই দেশে কি করে তেল ছাড়া কাজ বাস্তবায়ন সম্ভব?
  • জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না
  • রাষ্ট্র ভাষা বাংলা চাই, ইংলিশ ছাড়া চাকরী নাই ,  হিন্দি ছাড়া অনুষ্ঠান নাই.
গ্রামের ক্রিকেটের মজার কিছু নিয়ম!

১- পিচ সোজা দাঁড়ালে নো বল.
২- আশেপাশে পুকুর থাকলে সেখানে উড়ে গেলে আউট.
৩- ব্যাটসম্যান আম্পায়ার দাঁড়াবে.
৪- যার ব্যাট সে আগে ব্যাট করবে.
৫- টসে জিতলেই ব্যাটিং.
৬- সিনিয়ররা আগে ব্যাট করবে.
৭- যারা জিতবে তারা পরের ম্যাচে আগে ব্যাটিং।
৮- ১ম বলটা হবে টেস্ট বল.
৯- মাঠে কোন স্থানে ছায়া পড়লে সেটা শীর্ষ নেতার স্থান.
১০- যার ব্যাট তার কথা কেউ না শুনলে ব্যাট নিয়ে সোজা বাড়ির দিকে হাটা শুরু.
১১- জুনিয়র প্লেয়াররা শুধু ফিল্ডিং করবে ব্যাট করবে সিনিয়ররা.
১২- যে বল ফাঁটাবে সেই নতুন বল কিনে আনবে.
১৩- মাগরিবের আজান দিলেই খেলা শেষ। কে কে এইসব নিয়মে খেলেছেন?? খুব মিস করেন নিশ্চয়ই শৈশবের সেই নিয়মে খেলা আর বন্ধুদের।

Bangla Political Quotes- রাজনৈতিক বানী

মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক.

Bangla Famous Quotes- জনপ্রিয় লেখকের বানী
Humayun Ahmed Famous Quotes- হুমায়ন আহমেদ জনপ্রিয় বানী

মানুষ যখন কোন কারণে কারো দ্বারা কষ্ট পায়,মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শিখে।কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। __হুমায়ূন আহমেদ

  • যার ওপর মায়া পড়েছে তার সঙ্গে শুধু কথা বলতে ইচ্ছে করে। এই ইচ্ছেটিই বিপজ্জনক। কথা বলা মানেই মায়া বাড়ানো। ____হুমায়ূন আহমেদ.
  • “ তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। “__কাজী নজরুল ইসলাম.
  • “ নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে। ”_____ রবীন্দ্রনাথ ঠাকুর.
পুরুষ মানুষ চিতায় উঠেও যদি একবার চোখ মেলার সুযোগ পায় তবুও সেটা মেলবে মেয়েদের দিকেই।—-সমরেশ মজুমদার
 
 
  • “আমি একদিন নিখোঁজ হবো, উধাও হবো রাত প্রহরে, সড়কবাতির আবছা আলোয়, খুঁজবে না কেউ এই শহরে। ভাববে না কেউ, কাঁপবে না কেউ, কাঁদবে না কেউ একলা একা,এই শহরের দেয়ালগুলোয়, প্রেমহীনতার গল্প লেখা।” — সাদাত হোসাইন
     
  • হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি
    নয় তো গিয়েছি হেরে
    থাক না ধ্রুপদী অস্পষ্টতা
    কে কাকে গেলাম ছেড়ে।__হেলাল হাফিজ
    A.P.J Abdul Kalam Bangla Quotes -Bengali Bani
  • কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা ও বিরক্তির কারণে।-এপিজে আব্দুল কালাম
  • পরিস্থিতি যেকোন সময় পরিবর্তন হতে পারে, জীবনে কাউকে কষ্ট দিওনা। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী।~ এপিজে আব্দুল কালাম.
Rubana Huq Motivational Quotes-মোটিভেশনাল বানী or উক্তি

১। ঘর ঝাড়ু দিতে হলেও এতোভালো করে ঝাড়ু দিবে যাতে তোমার চেয়ে ঐ কাজ বেটার কেউ করতে না পারে।

২। নিজের জীবনটা এমনভাবে গড় যাতে তুমি ইতিহাস গড়তে পারো। ইতিহাস পড়া আর গড়া এক না।

৩। জীবনে ডিসিপ্লিনের চেয়ে বড় আর কিছু নাই। ডিসিপ্লিনের বাইরে গেলেই জীবন যুদ্ধ ও জীবন যাত্রা থেকে ছিটকে পড়ে যেতে হবে।

৪। আর ১০ জনের মতো হতে যেও না, নিজের মতো থেকো, অনুসরন করো, অনুকরন করো না।

৫। কথা কম বলো, কম লিখে সব কিছু বুঝানোর চেষ্টা করো। কোটি টাকার প্রস্তাবনাও ১ পেজে লিখো, বুলেট করে লিখো। কারো সময় নাই, দুই পেজ পড়ার।

৬। প্রত্যেকদিন পড়াশুনা করবে, নিজের ক্ষেত্রে নতুন কিছু শিখবে। নিজের সাথে কম্পিটিশন করবে।

৭। চাকরি করা মানেই দাসত্ব না, চাকরি তোমার নিজের সাথে প্রতিষ্ঠানের একটা ডিল। তুমি চুক্তিমতো কাজ করবে, নিজের সেরাটা দিবে। কেউ তোমাকে মনিটর করবে না, ফাঁকি দিলে নিজেই ঠকবে।

৮। চাকরি করবো না, চাকরি দিবো, বিষয়টা অহংকারের নয়; কারন, চাকরি যেমন দিতে পারতে হবে, তেমনি ভালোভাবে চাকরি করতেও পারতে হবে। এগুলো নিয়ে উদ্ধত কথা বলা কেউ সফল হতে পারে না। পরস্পর পরস্পরকে সম্মান করতে হবে।

৯। বিনয় মানুষকে বড় করে, অহংকার ছোট করে। সব সময় মাটির দিকে তাকিয়ে হাটবে।

১০। লিখুন, ছোট বড় প্রতিটা জিনিস লিখুন, এতে অনেক কাজ যথাসময়ে করতে পারবেন।

Bangla Motivational Quotes
এতো চাপ নিয়ে লাভ কি?
  • বয়স যখন ৪০ পার হয় তখন উচ্চ শিক্ষিত আর
    নিম্ন শিক্ষিত সবাই সমান,
  • বয়স যখন ৫০ পার হয় তখন কালো ফর্সা সবই সমান,
    কার চেহারা সুন্দর,দেখতে কে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবেনা…
  • বয়স যখন ৬০ পার হয় তখন উচ্চ পজিশনে চাকুরী আর
    নিম্ন পজিশনে চাকুরী এটা আর কোন ব্যাপার নয়।
    এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায়না.
  • বয়স যখন ৭০ তখন আপনার বড় ফ্ল্যাট,
    বড় বাসা কোন গর্বের বিষয় নয় বরং বাসা বড় হলে
    সেটা মেইনটেইন করাই কঠিন, ছোট একটি রুম হলেই আপনার চলে.
  • বয়স যখন ৮০ তখন আপনার টাকা থাকলে যা না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে
    সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেননা.
  • বয়স যখন ৯০ আপনার ঘুমানো আর জেগে থাকা একই,
    আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেননা.
  • বয়স যখন ১০০ তখন আপনার বেঁচে থাকা আর
    বেঁচে না থাকা এতে কিছুই যায় আসে না।
    পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবেনা…

জীবনের মানে টা এতটুকুই… এর বেশি কিছুই না… এতো চাপ নিয়ে,লোভ করে,মানুষের ক্ষতি করে লাভ কি???

নিজ নিজ জায়গা থেকে জীবনটা উপভোগ করতে শিখুন,
অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন।

সময়টা ভালো কাজে লাগান,পৃথিবীটা আপনার জন্য সুন্দর হবে।

মগজটারে পরিস্কার করে ফেলেন।

আগামী দিনটা আপনার জন্য আনন্দময়।

আপনাদের কাছে যদি কোন মজার ফেসবুক ক্যাপশন, ফেসবুক স্ট্যাটাস  এটিটিউড ক্যাপশন অথবা ফেসবুক পোস্ট থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের কে জানাতে পারেন আমরা অ্যাড করে দিবো.

Lewin’s Change Model Real-Life Example For Unfreeze Change Refreeze

Lewin’s Change Model Real-Life Example is Netflix. The Example of Three Stages of Kurt Lewin’s Change Management.

Lewin’s Change Model

Lewin’s change model refers to the three stages of management change theory. The three stages of Lewin’s change management model are unfreezing, changing, and refreezing. Therefore, the alternative name of the Lewin change management model is the unfreeze-change-refreeze theory. Lewin’s change model is one of the primary and familiar change management models that describe the organizational transition.

 

Who and When Established Lewin’s Change Management Model?

Kurt Lewin established the three stages of the organizational change model in 1947.

In 1947, Kurt Lewin introduced the three stages of the change management model known as Kurt Lewin’s change model. After that, researchers and scientists established many models to describe organizational changes, such as Kotter’s Change Management Model, Kübler-Ross Five Stage Change Management, ADKAR Change Management Model, McKinsey 7-S Change Management Model, and Lewin’s Change Model or Theory. However, Lewin’s change management model has become the most popular for its simplicity and fewer phases, for example, unfreeze, change, and refreeze.

Researchers have developed multiple theories based on Lewin’s change management model. So, it is the foundation of all modern change management theories. For example, John Kotter’s 8-stage management change model was developed based on Lewin’s change management model. The management system is complex compared to before, when the model was introduced. Therefore, Lewin’s change management model is controversial in modern organizations. It has excellent theoretical significance in the research arena rather than practical importance.

Lewin’s Change Model Real-Life Example

Many reputed companies apply Lewin’s change management model to survive in the current situation. For example, Netflix has used a change model to adjust to the digital era. Netflix’s organizational change process handled the force of organizational change to achieve a competitive advantage. Netflix transformed its business strategy in 1998 1998 and 2007. The management encountered multiple barriers to getting outcomes.  Now, they are one of the most successful companies globally. Netflix is a real-life example of Lewin’s change management model. It is known as Lewin’s Change Model Business Example.

Lewin’s Change Model Stages

Three Stages of Change Management are:
  1. Unfreeze stage
  2. Change stage
  3. Refreeze stage

Lewin's Change Model Real Life Examples- Three Stages of Change Management
Lewin’s Change Management Model – Three Stages of Change Management

Unfreeze Change Refreeze

1. Unfreezing Stage of Change

Unfreezing is the initial stage of Lewin’s change management model or Lewin’s change management model. In this stage, employees prepare mentally to accept the change in the organization. In the management system, the unfreeze stage refers to breaking down the existing circumstances to accept organizational changes. Usually, employees feel comfortable in the organization’s current condition; therefore, some do not accept the management change quickly due to uncertainty. The unfreezing stage consists of educating people about opportunities for organizational change. The organization should practice the change management communication strategy to prepare employees for the change.

The key point of this stage is to compel employees to accept management change through effective change communication. Maintaining effective interaction within the management is essential to persuade employees to accept change. Employees will receive the change if they understand the new things cannot prevent the company or organization from surviving.  Additionally, they must realize that change is essential to sustain the organization and achieve competitive advantages.

A high level of positive motivation among employees helps to understand the reasons for organizational change and development. Next, the organization needs to persuade the stakeholders that the change will bring benefits to everyone. Some people will receive it quickly, but some of them will deny it initially. Finally, everyone will come up with the motivation to make the change.

Communication During the Unfreeze Stage

The primary communication objective is to prepare stakeholders, employees, and the organization to accept the change – “Readying” the organization. However, resistance will increase simultaneously with how huge the change is and how much it affects the organization. Effective communication can overcome resistance. To ‘ready’ the organization to accept the change, it is essential to declare the objective of the change. Additionally, you must ensure that everyone in the organization knows what will happen and why. Effective communication is significant in pointing out the difference between actual and desired outcomes. This first message or declaration should come from the top-level management of the organization to avoid communication conflict.

2. Change (Move) Stage

Change is the second stage of Lewin’s change management model. It is the middle stage of the three phases of change management. Actual changes occur when everyone in the organization decides to accept the change with positive motivation. Employees receive and adjust to the new working atmosphere. Changes can be major or minor based on the organization’s needs. The organization must provide sufficient training and support for the employees to embrace the changes. It is the stage of implementing the change process; therefore, many issues must be addressed consciously. Some employees may spread misleading information due to having insufficient knowledge about organizational change. So, the organization needs to practice an effective communication process to avoid unwanted issues. However, employees will be focused on practicing the new work.

Communication During the Change Stage

The organization should ensure effective communication among employees to reduce uncertainty as well as organizational communication noise. People may indulge in spreading disinformation and lies with less information about the change process. Therefore, the communication has to have a more specific character than in the previous phase. Communication in this stage is essential to provide authentic, accurate, and detailed information on what will happen to those who have less sketchy details on implementing changes. Finally, it distributes the new responsibility among the assigned people in the organization.

3. Refreezing Stage of Change

The refreezing stage of change is the third and final stage of the Kurt Lewin change management model. In this stage, employees adjust to the change of management daily. Refreezing is a slow process of adopting the new culture and atmosphere of the corporate workplace. Employees and stakeholders may take a long time to adjust to the new systems. The pace of the practice among employees determines the time of the refreezing stage. So, refreezing is the most crucial stage in the Lewin change management model. The new attitude and behavior of employees become solidified as the norm of the organization. Finally, everyone starts to feel comfortable as in the previous stage before unfreezing.

Communication During the Refreeze Stage

The communication process should answer employees’ queries regarding rewards, control, efficiency, and relationship roles. In this stage, the information flow should be concrete, continuous, and multidirectional so that employees have a sufficient understanding of the personal associations of the change. Unavoidable misunderstandings may occur in this phase, so; communication should focus on making the transition successful.

Lewin’s Change Model Example

For example, an ice block cannot be converted into a new shape without melting it. So it would be best if you created a hot environment to melt the ice block. The temperature must be more than 32°F (0°C) to melt the ice. So, here, increasing the temperature denotes the unfreezing stage.

According to Lewin’s theory, unfreezing refers to preparation for accepting the new workplace norms. It is the initial stage to get ready to accept the change. The management needs to motivate employees to accept change.

It will take time to transform the entire ice block into water.  Keep the glass isolated and ensure the temperature is suitable for melting ice. When the ice block completely transforms into water, pour it into a new pot to give it a unique shape. Here, pouring the water into a glass is changing steps or moving stage. Melting the ice denotes the change stage of Lewin’s theory.

According to Lewin’s theory, change refers to accepting new norms and moving on to change. Thus, the employee starts to change and accept the new culture of the workplace.

Finally, keep the glass in a cold place to transform the water into ice again. It is the way of freezing the water to transform it again into a new solid shape. It is called the refreezing process and the final stage of Lewin’s change management model.

Refreezing refers to adjusting to the new norms of the workplace. The employee has already accepted the change, and they have adapted to the new environment.

The model summarized that successful management change is accomplished through a three-stage process: unfreezing, changing, and refreezing.

Lewin’s Change Management Model Real Real-Life Example

For example, the educational institute has shut down due to the COVID-19 pandemic. Therefore, all organizations, including educational institutes, decided to conduct virtual or online classes to ensure the continuation of education for students. These educational institutes are applying online video meeting platforms, such as Zoom and Google Meet, to conduct virtual classes and organizational meetings. It was a new experience for lecturers; therefore, they were afraid of uncertainty and interested in taking online courses. But the university authority compels them to accept the change.

The university authority maintains effective communication through social media platforms to motivate employees to make a change. They thought the organizational change would help achieve competitive advantages as the other educational institutions adopted it. So, finally, they accept the change and adjust to the new working environment. It is a perfect example of Lewin’s Change Theory.

Lewin’s Change Model Pros and Cons

Lewin’s Change Management Model Strengths and Weaknesses

Lewin Model Advantages

Firstly, Kurt Lewin’s model is straightforward to understand; any organization can implement it efficiently. The management does not need to hire experts to execute the model. The existing employees will be able to apply it and evaluate the outcome. It has only three stages: unfreeze, change, and refreeze, so it is easy to understand and apply. For example, the McKinsey 7-S model has seven elements that are challenging to implement.

Lewin Model Disadvantages

Firstly, refreezing takes a long time to settle down with new norms. Additionally, many employees quit their jobs due to uncertainty regarding the latest norms and environment. Lewin’s theory excludes many crucial elements, such as staff, structure, strategy, system, and style.

Kurt Lewin 1951 References

Citation for this Article (APA 7th Edition)

Kobiruzzaman, M. M. (2025). Lewin’s Change Model- Lewin’s Change Management Model of the 3-Stage. Educational Website For Online Learning. https://newsmoor.com/lewins-change-model-3-steps-management-change-and-communication/